কুবিতে ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান এবং কলা ও মানবিক অনুষদের ৫০১ নম্বর রুমে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচ কর্তৃক ১৫ তম ব্যাচকে এ নবীন বরণ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, শারমিন সুলতানা ও প্রভাষক কাজী ফাখেরা নওশীন, তারিন বিনতে এনাম ও সাহিদা আফরিন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের অন্যান্য শিক্ষকদের পাশাপাশি চেয়ারম্যান ড. বনানী বিশ্বাস দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ড. বনানী বলেন, তোমরা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা) হলে বৈশ্বিক নাগরিক তাই তোমাদের চিন্তাভাবনা হতে হবে বিস্তৃত। এছাড়াও শিক্ষাজীবনে কঠোর পরিশ্রমের পাশাপাশি টিচিং লার্নিংএ নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। তৈরি করতে হবে সুন্দর কিছু স্মৃতি। আর সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।