বুড়িচংয়ে অভ্যন্তরীণ জলাভূমি ভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে রাজস্ব খাতের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে বুড়িচং উপজেলার অভ্যন্তরীন জলাভূমি প্লাবিত ধানক্ষেতে প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয় সহ ৮ টি জলাশয়ে গতকাল ৭ সেপ্টেম্বর পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। উল্লখযোগ্য জলাশয়গুলা হলা- বুড়িচং উপজলা কমপ্লেক্স পুকুর, বুড়িচং থানার পুকুর ও কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের পুকুর। উক্ত পুকুরসহ অন্যান্যগুলোত মোট ৩৩৪ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। প্রধান আলোচক হিসেবে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফ উদ্দীন। সভাপতি হিসেবে ছিলেন উপেজলা নির্বাহী অফিসার হালিমা খাতুন। সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র উপেজলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল আলম পারভেজ। এসময় সহকারি মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আবদুল কুদ্দুছ, মো. হান্নানসহ অন্যান্য মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।