ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দারুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এ নির্বাচন সম্পন্ন হয়। এতে সাধারণ অভিভাবক সদস্য পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিশিষ্ট সমাজ সেবক লুৎফর সরকার প্যানেলের আব্দুস সাত্তার, সবুজ মিয়া সরকার ও কামাল উদ্দিন বিজয়ী হন।
এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম আতাউর রহমান সরকার, নিলুফা আক্তার ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শফিকুল ইসলাম খান নির্বাচিত হন।
এ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক, উপপরিদর্শক সাইফুল ইসলাম, মোহাম্মদ সৌরভ হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।