ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাল্যবিয়ে ঠেকিয়ে বরযাত্রীর খাবার এতিমখানায় দিলেন এসিল্যান্ড
Published : Monday, 12 September, 2022 at 8:05 PM
বাল্যবিয়ে ঠেকিয়ে বরযাত্রীর খাবার এতিমখানায় দিলেন এসিল্যান্ডফেনীর সোনাগাজীতে বাল্যবিয়ে ঠেকিয়ে বরযাত্রীদের খাবার এতিমখানায় বিলিয়ে দিলেন এসিল্যন্ড। একই সঙ্গে কনের পিতা-মাতা থেকে মুচলেকা নিয়ে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করেছেন তিনি। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মির্জাপুর গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আলা উদ্দিনের মেয়ে ও বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদরাসার দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বর আসার আগেই কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী। এ সময় বরযাত্রীদের জন্য প্রস্তুতকৃত প্রায় শতাধিক লোকের এক বেলার খাবার মির্জাপুর রহমানিয়া এতিম খানায় বিলিয়ে দেন তিনি।

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।