Published : Tuesday, 13 September, 2022 at 12:43 PM, Update: 13.09.2022 12:45:09 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ পুরো উপকূলজুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত হয়েছে মুষলধারে বৃষ্টি ও থেমে থেমে দমকা বাতাস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাস কিছুটা কমেছে। স্থানীয় আবহাওয়া অধিদফতরের ইনচার্জ মাহবুবা সুখি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। গভীর সমুদ্র ও সাগর মোহনায় মাছ ধরার ট্রলারগুলো কুয়াকাটার আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এবং রাঙ্গাবালীর চরমোন্তাজ ও মৌডুবি মৎস্য কেন্দ্রে নিরাপদ আশ্রয় রয়েছে।
মহিপুর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজ বলেন, সাগরে নিম্নচাপ সৃষ্টির পরই জেলেরা তীরে ফিরে এসেছে। বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। বন্ধ রয়েছে ইলিশ শিকার।