ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Published : Monday, 12 September, 2022 at 9:03 PM
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত'অকুন্ঠ কন্ঠে কম্পিত ক্যাম্পাস; সত্যরে লও সহজে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) এর উদ্যোগে "আইপিডিসি ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২" এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়ামে  'চতুর্থ শিল্প বিপ্লব আগামী বিশ্বে ভারসাম্যের চেয়ে বৈষম্যকে অধিক প্রভাবিত করবে' বিষয়ের উপর আয়োজন করা হয় এই বিতর্ক প্রতিযোগিতার। কলেজের ২২ টি বিভাগের অংশগ্রহণে প্রতিযোগিতায় ফাইনালে অর্থনীতি বিভাগ এবং প্রাণিবিদ্যা বিভাগ অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ, রানার আপ হয় প্রাণিবিদ্যা বিভাগ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন প্রাণিবিদ্যা বিভাগের অভিষেক কর।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, কুমিল্লা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.জামাল নাসের, কুমিল্লা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন, কুমিল্লা সরকারি সিটি কলেজ অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ ভূঁইয়া, সোনার বাংলা কলেজ অধ্যক্ষ আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, এনসিটিবি গবেষণা কর্মকর্তা গাজী মোঃ নাজমুল হোসেন, আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লা শাখা ব্যবস্থাপক এইচ.এস.এম শাফী বিন আলমসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।