ডলারের বিনিময়মূল্য আরো ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১২ সেপ্টেম্বর) রিজার্ভ থেকে ৯৬ টাকায় প্রতি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালও এ দাম ছিল ৯৫ টাকা।
দেশের খোলাবাজারেও ডলারের দাম বেড়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) কার্ব মার্কেট প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৪ থেকে ১১৪ টাকা ৫০ পয়সায়।
রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজ ঘুরে জানা যায়, গত সপ্তাহেও ডলারপ্রতি বিনিময় হার ছিল ১০৮ থেকে ১০৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য বেড়েছে ৫ থেকে ৬ টাকা।
বাংলাদেশে গত মে মাস থেকেই ডলারের বাজারে অস্থিরতা শুরু হয়। আমদানি ব্যয় এত বেড়ে গিয়েছিল যে রেমিট্যান্স আর রপ্তানি আয় দিয়ে তা সামাল দেয়া যাচ্ছিল না।
ডলারের দাম খোলা বাজারে ১২০ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। ডলার কেনাবেচায় অতি মুনাফা করায় দেশি-বিদেশি ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যাও চেয়েছিল বাংলাদেশ ব্যাংক।
এরপর আমদানি কমাতে নানা উদ্যোগের পাশাপাশি প্রবাসী ও রপ্তানি আয় কিছুটা বৃদ্ধি পাওয়াতে সংকট কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছিল না।
এ অবস্থায় দর নির্ধারণ নিজের হাত থেকে ব্যাংকগুলোর হাতে দেয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এবিবি ও বাফেদার সঙ্গে এ বিষয়ে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বাজার পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে রোববারের বৈঠকে ডলারের যে দাম নির্ধারণ হবে সেটিই সব ব্যাংক মেনে চলবে।
তবে এখন নতুন দর ঘোষণার পরও দরকার হলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করতে পারবে বলে জানিয়েছেন এবিবির চেয়ারম্যান ও বেসরকারি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।
‘তবে আমরা মনে করি এখনকার পরিস্থিতিতে এটাই ডলারের ন্যায্য দাম,’ বলছিলেন তিনি।
এদিকে ডলারের দাম নিয়ে এই অস্থিরতার মধ্যে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমেছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে রিজার্ভ ছিলো ৩ হাজার ৭০৬ কোটি ডলার যা গত বছরের শেষ দিকেও ছিলো প্রায় ৪ হাজার ৮০০ কোটি ডলার।