ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে অ্যাম্বুলেন্স চাপায় নৈশপ্রহরীর মৃত্যু
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM, Update: 16.09.2022 12:43:50 AM
মুরাদনগরে অ্যাম্বুলেন্স চাপায় নৈশপ্রহরীর মৃত্যুমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় তরব আলী (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন (৪২) নামের আরো একজন নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরব আলী উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। আহত কামাল হোসেন একই এলাকার মৃত অতিম আলীর ছেলে। তারা স্থানীয় বাখরাবাদ বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বাখরাবাদ বাজরের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে দাড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। রাত ১টার দিকে মুরাদনগর থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-৪৩৩৬) সড়কে দাড়িয়ে থাকা অবস্থায় দুইজনকে পাশের একটি দোকানের সাথে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তরব আলী প্রাণ হারায় ও কামাল হোসেন আহত হন। অপর দিকে ইত্যাদি লাইব্রেরী ও স্টেশনারী নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ দুই পরিবারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।