Published : Friday, 16 September, 2022 at 12:00 AM, Update: 16.09.2022 12:44:17 AM
ইসমাইল নয়ন।। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১১ নং ওয়ার্ডের সদস্য পদে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম টিটু তার সমর্থীত নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করেন।
সুত্রে জানাগেছে, মনোনয়নের শেষ দিনে ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে এ বছর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম টিটু মনোনয়ন জমা দেন জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলমের নিকট।
মনোনয়নের শেষে একটি হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী,যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাজী মোস্তফা ছারোয়ার খান, মনিরুল হক,সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, মালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট আবদুল আলীম খান দুলালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী হায়দার সিদলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন সরকার, সিদলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কবির আহমেদ ভুইয়া,শশীদল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু ছাইদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।