Published : Friday, 16 September, 2022 at 12:00 AM, Update: 16.09.2022 12:44:05 AM
কুমিল্লা সদর দক্ষিণে ইকোনো পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলী এলাকার মাঝামাঝি তামজিদ সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমতপুর গ্রামের জয়নাল আবেদীন (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের ইমাম হোসেন (৩০)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আরও ২ জন আহত হয়েছেন। মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি আমাদের হেফাজতে আছে।