Published : Friday, 16 September, 2022 at 12:00 AM, Update: 16.09.2022 12:43:58 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দেড় ঘন্টা পর বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা বেড় জাল ফেলে পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। মৃত মীর হোসেন মীরু (৬০) উপজেলার শুভপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মীর হোসেন মীরু বৃহস্পতিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যান। দেড় থেকে দুই ঘণ্টা পরও তিনি ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। তিনি আগ থেকেই হৃদরোগে ভুগছিলেন। তাকে কোথাও না পেয়ে এলাকার লোকজন ধারণা করে তিনি পুকুরে ডুবে গেছেন। পরে জেলেদের দিয়ে বেড় জাল ফেললে তার মরদেহ উঠে আসে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি। ’