ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ট্রাকচালক হত্যায় ২ জনের ফাঁসি
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM, Update: 16.09.2022 12:44:40 AM
কুমিল্লায় ট্রাকচালক হত্যায় ২ জনের ফাঁসিনিজস্ব প্রতিবেদক: ২০০৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জয়নাল আবেদীন নামে এক ট্রাকচালককে খুন করা হয়। ১৬ বছর পর সেই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১ লাখ টাকা করে এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই মামলা চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছে।
রাষ্ট্র্রপক্ষের আইনজীবী মো. মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, মোঃ হোসেন ও মোঃ শামসুল হককে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এরপরে ২০০৭ সালের ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।
তিনি আরও জানান, আসামিরা মামলা চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছে।