ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আলোচনায় দুলাল মিয়া
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM, Update: 16.09.2022 12:44:44 AM
আলোচনায় দুলাল মিয়ানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন দুলাল মিয়া। গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান বাবলুর পাশাপাশি মনোনয়ন পত্র জমা দেন দুলাল মিয়াও। এরপর থেকেই আলোচনায় উঠে আসে তার নাম। সকলের মনেই একই প্রশ্ন ‘কে এই দুলাল?’
খোঁজ নিয়ে জানা গেছে, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মিয়ার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের জুপুয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। গতকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেন দুলাল মিয়া। এর পূর্বে অনলাইনে এ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মিয়া বাঙালি পরিষদ ও তথ্যবাংলা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকার উপ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক কুমিল্লার কাগজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুলাল মিয়া। তিনি জানান, ‘সকাল সাড়ে ৯টায় আমি স্বশরীরে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি যদি এক ভোটও পাই, তবুও নির্বাচন করবো। কোনো অবস্থাতেই সরে দাঁড়াবো না।’