ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাখিল পরীক্ষায় ৩ শিক্ষককে অব্যহতি, ২ শিক্ষার্থী বহিষ্কার
বরুড়ায়
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM, Update: 19.09.2022 12:08:54 AM
দাখিল পরীক্ষায় ৩ শিক্ষককে অব্যহতি, ২ শিক্ষার্থী বহিষ্কার মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি ও ২ শিক্ষার্থীকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর হাদীস বিষয়ের পরীক্ষা চলাকালে উপজেলার চালিতাতলী আলিম মাদরাসা কেন্দ্রের শিক্ষকদের অব্যাহতি ও শিক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা মোঃ মোসলেম মিয়া,দেওড়া আজগরিয়া দাখিল মাদরাসার মোঃ সেলিম খান ও চালিতাতলী আলিম মাদরাসার অফিস সহকারী শফিউল আলম মোল্লা। একই কেন্দ্রের ২ শিক্ষার্থী কে নকলের দায়ে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বরুড়া উপজেলার এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে পুনরায় সতর্ক বার্তা দিয়ে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য শনিবার বাংলা ২য় পত্রের পরীক্ষায় বাতাইছড়ি কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ৪ শিক্ষক কে বহিষ্কার করা হয়েছে।