কুমিল্লার ১৮ স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদানের চেক প্রদান করেছে জেলা সমাজ সেবা, আদর্শ সদর ও শহর সমাজসেবা কার্যালয়। সোমবার সকালে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্টেশন কর্মকর্তা হেলেনা নূর, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, আব্দুল মান্নান, নিগার সুলতানাসহ অন্যরা।
কুমিল্লার অন্ধকল্যান সংস্থা, প্রতিবন্ধী কল্যান সংস্থা, প্রবীন হিতৈষীসহ ১৮ স্বেচ্ছাসেবী সংস্থাকে ৭ লক্ষ্য ৩০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাহাউদ্দীন বাহার এমপি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় যাদের জমি ঘর কিছুই নাই তাদের ঘর দিচ্ছেন। সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।