নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। এ জয়ে সাফে ১৯ বছরের শিরোপা খরা ঘুচল বাংলাদেশের।
অপরদিকে, নেপাল টুর্নামেন্টে পঞ্চমবার ফাইনাল খেললেও শিরোপার খরা ঘুচলা না তাদের।
সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে হেরে আবারও শিরোপা হাত ছাড়া হয়েছে নেপালের। এর আগে নেপালের মেয়েরা পাঁচ বার সাফের ফাইনালে খেলে। কিন্তু পাঁচবারের দেখায় প্রতিবারই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ তো বটেই, কোনো ম্যাচেই নেপালকে এখন পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচে হার ৬টিতেই, ড্র দুটি।