ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার
Published : Tuesday, 20 September, 2022 at 12:00 AM
নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুই পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মাইন উদ্দিন।  
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বেলা সাড়ে ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষায় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুই পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অপরাধে কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র পর্যবেক্ষককে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।