Published : Tuesday, 20 September, 2022 at 12:00 AM, Update: 20.09.2022 12:21:48 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের
অভিযোগে জাহিদুল হাসান নামে ১৩ বছর বয়সী ধর্ষককে আটক করেছে পুলিশ।
এ
ঘটনায় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আহত ওই শিশুর পিতা বাদী হয়ে
চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপর দুপুর ৩টায় চান্দিনা উপজেলার
মাইজখার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক জাহিদুল হাসান মাইজখার উত্তরপাড়া গ্রামের আব্দুল আহাদ এর ছেলে। পেশায় মারুতি গাড়ির হেলপার।
আহত শিশু (৫) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ইউনিটে ভর্তি রয়েছে।
আহত
শিশুর পিতা আলী আশরাফ জানান, আমার শিশু মেয়েটি গত সোমবার (১২ সেপ্টেম্বর)
বিকেলে বাড়েরা বাজার সংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময়
ওই বখাটে ছেলেটি আমার মেয়েকে বাড়েরা যুগোপযুগী কিন্ডার গার্টেনের একটি
কক্ষে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে কান্নাকাটি করার পর আমরা তাকে দ্রুত
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে ভর্তি করাই। পরবর্তীতে বাজারের পাশে থাকা সিসি টিভি ফুটেজ
দেখে নিশ্চিত হয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) থানায় অভিযোগ করি।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমরা অভিযোগ
পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ওই ছেলেকে আটক করেছি। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জাহিদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে। মঙ্গলবার আদালতে
হাজির করা হবে।