গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের পরিত্যক্ত গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার মিলগেট ন্যাশনাল টিউব রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.সাইফুজ্জামান জানান, প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় উত্তরা থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরো জানান, আগুনে কেউ হতাহত না হলেও গুদামের ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান মেশিনারিজ, ইলেকট্রনিক পণ্য, ফুড সাপ্লিমেন্ট ও প্রসাধনী সামগ্রী পুড়ে গেছে।