নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে উড়িয়ে ৩-১ গোলে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এ বিজয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শোবিজ অঙ্গনের তারকারাও তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নারী ফুটবল দলের বন্দনায় মুখরিত ছোট ও বড় পর্দার শিল্পীরা।
গুণী নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী তার ছোট্ট কন্যাকে নিয়ে আজ খেলা দেখেছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি এবং আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরা খেলা দেখছি, হইচই করছি, চিৎকার করছি। আমি জানি না ও কিছু বুঝতে পারলো কিনা বা বড় হওয়ার পর মনে থাকবে কিনা বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো সে।’
বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে এই নির্মাতা বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতা। সকল প্রকার মিসোজিনি, টীকা-টিপ্পনি, বাধা ডিঙ্গিয়ে যে পথ তোমরা চলেছো, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘দামাল।’ আর পোস্টারে লেখা রয়েছে, ‘লাল-সবুজের বিজয় নিশান উড়িয়েছে বাংলাদেশের দামাল মেয়েরা।’ আশনা হাবিব ভাবনা লিখেছেন—‘দাবায় রাখতে পারবা না। মেয়েরাই পারে এবং পারবে।’ অরুণা বিশ্বাস লিখেছেন—‘আমাদের মেয়েরা সবসময়ই বিজয়ী। আমরা অনুপ্রাণিত।’ জাকিয়া বারী মম লিখেছেন, ‘দারুণ।’
ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন— ‘চ্যাম্পিয়ন, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল টিমকে। হিমালয়ের দেশে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা নেপাল দশরথ স্টেডিয়ামের দর্শকদের চিৎকারও নিয়ন্ত্রণে নিয়ে খেলে নেপালকে হারিয়ে বাংলাদেশের জয়ের ধ্বনি। প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবলাদের মাথায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। প্রথমবারের মতো সাফ ফুটবল জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন। আমরা গর্বিত।’
নারী ফুটবল দলের একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ক্যাপশনে এ অভিনেত্রী বলেন—‘সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল! আমরা গর্বিত।’ কচি খন্দকার লিখেছেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস সৃষ্টি করলো। সাফ ফুটবলে নেপালকে ৩-১ গোলে পরাজিত করলো।’ তা ছাড়াও অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রুনা খান, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।