ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুতিনের হুমকিকে ভয় পায় না যুক্তরাষ্ট্র: বাইডেন
Published : Saturday, 1 October, 2022 at 1:47 PM
পুতিনের হুমকিকে ভয় পায় না যুক্তরাষ্ট্র: বাইডেনইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডে অন্তর্ভুক্তির পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে যুক্তরাষ্ট্র ভয় পায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভয় পায় না।

বাইডেন বলেন, আমরা আমাদের প্রত্যেক ইঞ্চি রক্ষার জন্য ন্যাটো ও তার মিত্রদের নিয়ে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। পুতিন আমার বলা প্রতি ইঞ্চিকে ভুল বুঝতে যেও না।

রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্তির ঘোষণার পর চার অঞ্চলকে রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের স্পষ্টত হুমকি দিয়েছেন পুতিন। তিনি চার অঞ্চলকে রাশিয়ার চিরজীবনের অংশ হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণার পর হোয়াইট হাউসে প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেন্টবার্গ চার অঞ্চলকে অন্তর্ভুক্তিতে যুদ্ধের শুরু পর মারাত্মক উসকানি হিসেবে উল্লেখ করছেন।
পুতিন বলেন, খেরসন, জাপোরিঝজিয়া, লুহানস্ক ও দোনেস্কের লোকেরা তাদের লোক ও মাতৃভূমি রক্ষায় ভোট দিয়েছে। কয়েকদিনে চার অঞ্চলে ‘কথিত’ গণভোটকেই উল্লেখ করেন পুতিন। তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের সরকার প্রধানরা এ গণভোটকে লজ্জা উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

তবে পুতিন পশ্চিমাদের লক্ষ্য করেই বক্তব্য রাখেন।

পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের বিরুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যহার করে সেটিকে ব্যবহারের প্রত্যাশার বিষয় তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে পুতিন জানান, তার দেশের কাছে বিভিন্ন ধরনের বিধ্বংসী অস্ত্র রয়েছে। আমাদের কাছে যা আছে তা দিয়ে মাতৃভূমিকে রক্ষা করা হবে। আমি কোনো ধাপ্পাবাজি করছি না। ক্রেমলিন বলছে, রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে যুক্ত চার অঞ্চলে যেকোনো হামলাকে মস্কোর মাটিতে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি যুদ্ধকে আরো বাড়াতে পারে।