ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে আখাউড়া রেলওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাজ্জাদ হোসেন (২৪)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুরের নাসির উদ্দিনের ছেলে। তবে তরুণীর পরিচয় শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, রাত ১২টার পর রেললাইনের পাশের বস্তি থেকে তারা মদ্যপ অবস্থায় বের হয়ে রেললাইনে হাত ধরে হাটছিলেন। এসময় তিতাস কমিউটার ট্রেনটির স্থান পরিবর্তন করার সময় কাটা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।