ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার লাকসামে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
মো হুমায়ুন কবির মানিক
Published : Saturday, 8 October, 2022 at 8:49 PM
কুমিল্লার লাকসামে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতারকুমিল্লার লাকসামের চন্দনা বাজারে আবুল খায়ের কনজিউমার প্রোডাক্ট ও সজিব কর্পোরেশনের ডিলার মেসার্স হক ট্রেডার্সে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার (৮ অক্টোবর) লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া  প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে চন্দনা বাজার মসজিদের মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিতে এসে ঐ দোকানের শাটার খোলা দেখে দোকানের মালিক মোঃ ফজলুল হককে জানান। দোকানের মালিক ঘটনাটি থানায় জানালে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান ও লাকসাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাকসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে। পুলিশ ২ দিনের প্রচেষ্টায় সঙ্গবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা থেকে গ্রেফতার করে লাকসাম থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো- বেগমগঞ্জের মৃত বদিউজ্জামানের ছেলে মোঃ ইলিয়াছ হোসেন প্রকাশ সোহাগ (৩৩), একই এলাকার নুরুল আমিনের ছেলে মোঃ তানিম (২০),  দেলোয়ার হোসেনের ছেলে আলা উদ্দিন (২১), সোনাইমুড়ীর মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ রাশেদ (২৪), একই উপজেলার বজরা ইউনিয়নের মৃত ওসমান আলীর ছেলে আব্দুর রহিম (৪৭) ও চাটখিলের আবুল বাশারের ছেলে মোর্শেদ আলম (৩৯)।
অভিযানকালে পুলিশ চুরি হওয়া মালামালের মধ্যে ২টি কফি মেশিন, ৩ হাজার টাকার গুড়া দুধ ও একটি ব্যাটারি চালিত অটোবক্স গাড়ি উদ্ধার করে।