ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম বর্ণাঢ্য র‌্যালি
রণবীর ঘোষ কিংকর।
Published : Saturday, 8 October, 2022 at 9:01 PM
চান্দিনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম বর্ণাঢ্য র‌্যালিকুমিল্লার চান্দিনায় রেজভীয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে থানা, উপজেলা গেইট হয়ে মহাসড়কের চান্দিনা বাস স্টেশন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনের সড়ক দিয়ে পুনরায় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এসময় পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিয়ে মুখরিত করে অংশগ্রহণকারীরা। রেজভীয়া দরবার শরীফের পীর শাহ্ সুফি বদরুল আমিন রেজভীর নেতৃত্বে চান্দিনা, দেবিদ্বার, বরুড়া ও কুমিল্লা মহানগরীর ভক্তবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।চান্দিনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম বর্ণাঢ্য র‌্যালি 
এর আগে সকাল থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকাপসহ বিভিন্ন যানবাহন যোগে ভক্তবৃন্দ খেলার মাঠে উপস্থিত হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় রেজভীয়া দরবার শরীফ চান্দিনা উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ জলিল ডাক্তারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তৃতা করেন- রেজভীয়া দরবার শরীফের ফতুয়া বোর্ডের সভাপতি মুফতী নজরুল ইসলাম রেজভী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এম.পি, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, পৌর কাউন্সিলর মো. আবদুস ছালাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী, আলহাজ¦ জাহিদ বাহার শিপলু, রেজভীয়া দরবার শরীফ ঢাকা মহানগর সভাপতি মোশাররফ হোসেন ভূইয়া, শফিকুল ইসলাম বাবুল, মুহাম্মদ আবু হানিফ, ডা. গোলাম মোস্তফা, মাও. নূর হোসেন রেজভী, বাংলাদেশ রেজভীয়া ওলামা পরিষদের সাধারণ সম্পাদক কাজী মাহফুজুর রহমান রেজভী, মাও. এরশাদুল হক রেজভী, আবুল কালাম রেজভী প্রমুখ।
পরে খেলার মাঠে মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাতে দেশ, জাতি ও বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি কামনার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।