ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কুমিল্লার দেবিদ্বারে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে ২টি বুথে ভোট গ্রহন চলছে। ১৫টি ইউনিয়নের মোট ১৯৮জন ভোটার দুপুর ২টা পর্যন্ত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বেলা ১১টায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট কেন্দ্রের সামনে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এদিকে, কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে ৬নং সাধারণ ওয়ার্ড (দেবিদ্বার) সদস্য পদে হাতি প্রতিকে বাবুল হোসেন রাজু, তালা প্রতিকে মোস্তাফিজুর রহমান এবং মহিলা সদস্য পদে শিরিন সুলতানা ফুটবল ও শাহিনুর লিপি হরিণ প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে, উপজেলা পরিষদ মূল ফটকের সামনে প্রার্থীদের কর্মী সমর্থকরা পছন্দের প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। তবে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনাও রয়েছে। 
প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত গোস্বামী বেলা সাড়ে ১১টার দিকে জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে। প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পুলিশের পাশাপাশি বিপুল পরিমাণ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনি মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদের মূল ফটক বন্ধ করে দেয়া হয়েছে। ভোটারদের তল্লাসি করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কেউ যদি অপ্রীতিকর ঘটনার ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার বলেন, দেবিদ্বার উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে। এখানে একজন জেলা ম্যাজিস্ট্রিট দায়িত্ব পালন করছেন। কোন প্রার্থীর কর্মী সমর্থকরা আচরণ বিধি লংঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের ভোট গ্রহন চলছে।