
নেদারল্যান্ডসকে
হারিয়ে দারুণ শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। নেট রান রেটে এগিয়ে থেকে
গ্রুপ-২ এ তারা অবস্থান করছে শীর্ষে। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। প্রথম
ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির বাগড়ায় জয় হাতছাড়া হয়েছে প্রোটিয়াদের,
পয়েন্ট হারিয়েছে একটি।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মতে, পয়েন্ট
হারানোর কারণে চাপে থাকবে টেম্বা বাভুমার দল। প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ের
আগের দিন বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাঁহাতি
অলরাউন্ডার।
বাংলাদেশ জেতার জন্যই খেলবে জানিয়ে সাকিব বলেন, ‘আমরা
ম্যাচটা খেলতে নামবো জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা
ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও। প্রথম ম্যাচে ওদের দুই পয়েন্ট পাওয়ার
প্রত্যাশা ছিল, কিন্তু পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু
হলেও চাপ থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।’
গ্রুপ-২ এ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান ও
জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারানোয় কিছুটা
ব্যাকফুটে আছে প্রোটিয়ারা। সেই সুযোগ কাজে লাগাতে চায় ১৫ বছর পর
বিশ্বকাপের মূলপর্বে জেতা বাংলাদেশ।
অধিনায়ক সাকিবের চোখ সেমিফাইনালে।
এজন্য দক্ষিণ আফ্রিকাকে হারানো হবে বড় অর্জন। বাংলাদেশের এই অভিজ্ঞ
ক্রিকেটার বললেন, ‘অবশ্যই (সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়)
খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন একটা ম্যাচ, আমরা যদি জিতে যাই, যেটা বললাম যে
আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে
যাবো। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট
গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হবে। স্থানীয় সময় এটি
দিবারাত্রির ম্যাচ। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সিডনিতে রানের ফোয়ারা
ছুটিয়েছিল নিউ জিল্যান্ড। যদিও অস্ট্রেলিয়া ব্যর্থ হয় কিউইদের দেওয়া রান
তাড়া করতে। সাকিব টসের কথা ভাবছেন না, যেটাই হোক সেরাটা নিংড়ে দিতে চান।
সাকিবের
ভাষ্য, ‘টস এমন একটা বিষয়, যেটা আমাদের হাতে নেই। আমাদের যদি আগে ব্যাটিং
করতে হয়, চেষ্টা করবো ভালো ব্যাটিং করতে। যদি আগে বোলিং করতে হয় সেটাও
চেষ্টা থাকবে ভালো করার। আমরা খোলা মনে নামতে চাই। ব্যাটিং করবো না বোলিং
করবো কিংবা টস, এসব নিয়ে বেশি চিন্তা করি না। আসলে যেগুলো আমাদের হাতে নেই
সেগুলো নিয়ন্ত্রণ করতে তো পারবো না এবং আমরা চাইও না। আমরা খোলা মনে যেতে
চাই, একটা ভালো মানসিকতা নিয়ে মাঠে নেমে খেলাটাকে উপভোগ করতে চাই।’