বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি কুমিল্লা জেলা কমিটির সা. সম্পাদক যোবায়ের মিয়া
Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM

বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি কুমিল্লা জেলা কমিটির নির্বাচন গতকাল বুধবার জেলার ১২ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কুমিল্লা সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. যোবায়ের মিয়া সম্পাদক পদে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।তাঁর প্রতিদ্বন্দ্বী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহমেদ ১৮৮ ভোট পান। কুমিল্লা জেলার ১২ টি কেন্দ্রে কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জেলার সকল সরকারি কলেজ, এইচএসটিটিআই, সরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের ৪৫৫ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোশারফ হোসেন ভূঁঞা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত সম্পাদক মো. যোবায়ের মিয়া তাঁকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করায় কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।