
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির ৮৯ তম মাসিক ২৬ অক্টোবর ২০২২ রোজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোঃ মেয়াজ্জেম হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহছান উল্লাহ খন্দকার, জেলা পাবলিক প্রসিকিউটর মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার ও আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ.এম শেফায়েত ছালাম।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন, আইনের দৃষ্টিতে দেশের সব নাগরিকই সমান। প্রত্যেকেই ন্যায় বিচার পাওয়ার অধিকারী। সরকারের এই আইনি সেবা থেকে যেন কেউ বঞ্চিত না হয় সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, অন্যান্য জেলার তুলনায় জেলা লিগ্যাল এইড অফিস, কুমিল্লার কার্যক্রম অনেক গতিশীল এই কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একযুগে কাজ করার আহবান করেন।