
বশিরুল ইসলাম ||
‘মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস’ দাবা প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পর্যায়ে কুমিল্লা জিলা স্কুল প্রথম হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগীতায় ৬ষ্ঠ রাউন্ড শেষে কুমিল্লা ভেন্যুতে ৬১টি দলের সাথে প্রতিযোগীতায় অংশ নিয়ে কুমিল্লা জিলা স্কুল প্রভাতী শাখা প্রথম স্থান অর্জন করে। ২য় স্থানে রয়েছে কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়, ৩য় স্থানে রয়েছে কুমিল্লা মডার্ণ হাইস্কুল টিম পদ্মা ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও মার্কস এ্যাক্টিভ স্কুলের পৃষ্ঠপোষকতায় গত ১৯ আগষ্ট থেকে সারাদেশের বিভিন্ন জেলায় এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
দুইদিন ব্যাপি এই প্রতিযোগীতা শেষে ২৪ অক্টোবর কুমিল্লার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
সারা দেশ থেকে খুদে দাবাড়ুদের খুঁজে বের করতে আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ‘মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস’
‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ স্লোগানে এই প্রতিযোগিতাটি দেশের স্কুলভিত্তিক দলগত দাবার সবচেয়ে বড় টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে আগত শিক্ষার্থীরা লড়ছে পরস্পরের বিপক্ষে। দলগত এই প্রতিযোগিতায় নিজ নিজ স্কুল বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে শিক্ষার্থীরা। স্কুলভিত্তিক দলগুলো শুরুতে খেলছে জেলা পর্যায়ে। এরপর জেলা পর্যায়ের এই বিজয়ী দলগুলো অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। তারপর বিভাগীয় পর্যায়ের বিজয়ী দলগুলো অংশ নেবে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে।
উল্লেখ্য, প্রতিযোগীতায় ৬ষ্ঠ রাউন্ড শেষে র্যাংক অনুসারে ৪র্থ কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, ৫ম স্থানে রয়েছে কুমিল্লা মডার্ণ হাইস্কুল টিম শাপলা, ৬ষ্ঠ কুমিল্লা জিলা স্কুল দল দিবা-০১, কুমিল্লা ভিক্টোরিয়া কলিজিয়েট স্কুলের ২টি শাখা ৭ম ও ৮ম স্থান অর্জন করে। কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দুটি শাখা ৯ম ও ১১তম স্থান পায়। ১০ম স্থানে নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। ১২তম স্থানে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, ১৩ ও ১৪ তম স্থানে কুমিল্লা হাইস্কুল দল মেঘনা ও গোমতি। কুমিল্লা জিলা স্কুল দল প্রভাতী শাখা ১৫তম স্থানে। এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ ১৬তম, ১৭ম গভ: ল্যাবরেটরি হাইস্কুল দল, ১৮তম শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাইস্কুল, ১৯তম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দল, ক্যান্টমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় ২০তম, ২১তম বিবিরবাজার উচ্চ বিদ্যালয়, ২২তম কুমিল্লা জিলা স্কুল দল, ২৩ দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, ২৪তম লিটল মুন হাইস্কুল দল পদ্মা, ২৫তম পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ২৬তম শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাইস্কুল, ২৭তম কুমিল্লা ইউসুফ হাইস্কুল দল-এ, ২৮তম পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় দল রানী হামিদ, ২৯তম কুমিল্লা রেসিডেন্সিয়ার স্কুল টেস্ট মাস্টার, ৩০তম কুমিল্লা ইউসুফ হাইস্কুল দল-বি, ৩১তম লিটল মুন হাইস্কুল দল -মেঘনা, ৩২তম শৈলরানী দেবী পৌর গালর্স হাইস্কুল টি, ৩৩তম বুড়িচং আনন্দ পাইলট সরকারি হাইস্কুল, ৩৪তম কুমিল্লা মডার্ণ হাইস্কুল দল গোলাপ, ৩৫তম শিমপুর হাইস্কুল, ৩৬তম আমড়াতলি হাইস্কুল, ৩৭তম তাহেরা জুনাব আলী গালর্স হাইস্কুল, ৩৮তম নবাব ফয়জুন্নেছা সরকারি গালর্স হাইস্কুল, ৩৯তম সংরাইশ সালেহা গালর্স হাইস্কুল, ৪০তম কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ, ৪১তম কুমিল্লা শিক্ষার্ব্ডো গভ: মডেল কলেজ, ৪২তম এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ দল , ৪৩তম ও ৪৪তম আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল টি দল, ৪৫তম রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল, ৪৬তম পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় উদয়ন দল, ৪৭তম হুচ্চা মিয়া হাইস্কুল দল পদ্মা, ৪৮তম শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাইস্কুল টি দল, ৪৯তম নবাব ফয়জুন্নেছা গভ: গালর্স হাইস্কুল, ৫০তম শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাইস্কুল, ৫১তম হুচ্চা মিয়া হাইস্কুল, ৫২তম রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় শালিক দল, ৫৩তম পুলিশ লাইন হাইস্কুল দল সুলতানা কামাল, ৫৪তম বাজগড্ডা হাইস্কুল, ৫৫তম চান্দিনা পাইলট গালর্স হাইস্কুল, ৫৬তম চৌয়ারা গালর্স হাইস্কুল, ৫৭তম সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৮তম ভুবনঘর আবসিয়া হাইস্কুল, ফরিদা বিদ্যালয়তন কুমিল্লা দল দোয়েল ও শালিক ৫৯তম । কুমিল্লা সেন্ট্রাল স্কুল ও কলেজ, ফরিদা বিদ্যায়তন দল মুনিয়া, রেলওয়ে পাবলিক হাইস্কুল দল দোয়েল ৬১তম।
দু:খ প্রকাশ:
তথ্য প্রদানকারীর ভুল তথ্য প্রদানের কারনে গতকাল ২৬ অক্টোবর দৈনিক কুমিল্লার কাগজে ভুল বশত: ‘দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাই স্কুল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল। প্রকৃতপক্ষে তা হবে জেলা পর্যায়ে প্রথম কুমিল্লা জিলা স্কুল প্রভাতী শাখা। অসাবধানতা বশত: ভুল সংবাদ প্রকাশের কারনে দু:খ প্রকাশ করছি।-সম্পাদক