ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আজ কুমিল্লায়- স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতা সভা
Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM
আজ কুমিল্লায়- স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতা সভানিজস্ব প্রতিবেদক: স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা আজ বৃহষ্পতিবার রাত ৮টায় কুমিল্লা কøাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এ বি এম খুরশীদ আলম। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-কুমিল্লা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার আয়োজনে বিএমএ-কুমিল্লা ও স্বাচিপ-কুমিল্লা সভাপতি ডা. আবদুল বাকী আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা ডায়বেটিক সমিতির সভাপতি মেহেরুন নেছা বাহার ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সার্জারি বিশেষজ্ঞ ডা. কাজী ইসরাত জাহান ও  ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা. মেহবুব আহসান রনি। বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করবেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ মুস্তফা কামাল আজাদ, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. মোঃ আলী আকবর এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লা জেলা সভাপতি প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসাইন ভুইয়া।   
সভাটি সঞ্চালনা করবেন বিএমএ কুমিল্লার সমাজ কল্যান সম্পাদক ডা. সুজিত কুমার সাহা। সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান  বিএমএ-কুমিল্লা সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম ও স্বাচিপ-কুমিল্লা সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম।
অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার অপসনিন ফার্মা।