ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালোনিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২০ জনের মৃত্যু হয়েছে। আর বুধবার নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৩ জন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩জন। এর আগের দিন মঙ্গলবার ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৭’শ ৫০ জন । এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৯২৩ জনে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২০৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৬ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ১৬৩ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১০৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৪২৩ জন রোগী ।