Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM, Update: 27.10.2022 1:05:07 AM

মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
বরুড়ায়
ড্রেজার মেশিনে মাটি কাটা গর্তে পানিতে ডুবে আমেনা (৫) নামে এক শিশুর
মৃত্যু হয়েছে। ২৬শে অক্টোবর বুধবার দুপুরে বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের
সুদ্রা মোল্লা বাড়ি এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের মফিজুর রহমান
মোল্লার মেয়ে।
নিহত শিশুর পিতা মুফিজুর রহমান বলেন, ফসলি মাঠ, রাস্তার
পাশে এবং কবরের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি বিক্রি করে
এবং গর্ত হওয়াতে আজ আমার শিশুর প্রাণ কেড়ে নিলো।
বরুড়া থানার ওসি ইকবাল
বাহার মজুমদার জানান, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আমেনার
পরিবারের কোন অভিযোগ করে নাই। এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।