Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM, Update: 27.10.2022 1:05:17 AM

রণবীর ঘোষ কিংকর।
ঘূর্ণিঝড়
সিত্রাং এর তান্ডবে কুমিল্লার চান্দিনা উপজেলার লক্ষীপুর আলিম মাদ্রাসার
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালীন
ঝড়ো বাতাসে মাদ্রাসার শ্রেণি কক্ষের পাশে থাকা একটি বৃহদাকার চামল গাছ
সমূলে উপড়ে পরে একটি টিনশেড বিল্ডিং ভেঙে যায়। এতে ৫টি শ্রেণিকক্ষ সম্পূর্ণ
গুড়িয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসাটির ভেঙ্গে যাওয়া টিনশেড
বিল্ডিংয়ের শ্রেণি কক্ষে থাকা ৩৫ জোড়া বেঞ্চ, টেবিল, চেয়ার, ফ্যান
সম্পূর্ণরূপে ভেঙ্গে গেছে। এতে মাদ্রাসার প্রায় ১৫ লক্ষাধিক টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। মাদ্রাসাটির ১ম শ্রেণি থেকে ৫ম
শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান বর্তমানে বন্ধ রয়েছে।
এ ব্যাপারে
লক্ষীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী বলেন, আমাদের
মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য প্রতিদিন
কমপক্ষে ১৩টি শ্রেণি কক্ষ লাগে। ঘুর্ণিঝড়ে ৫টি শ্রেণি কক্ষ ক্ষতিগ্রস্থ
হয়েছে। বিল্ডিংটি সংস্কার করা না হলে ৫টি শ্রেণির পাঠদান করা অনেক কষ্টকর
হবে। তিনি আরও জানিয়েছেন ক্ষতিগ্রস্থ বিল্ডিংটি সংস্কারের জন্য চান্দিনা
উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করা হয়েছে।