ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে সমাজ সেবা দিবস পালিত
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় সমাজ সেবা দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার দুপুরে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র নেতৃত্বে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এক আলোচনা সভায় নপ্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, মুরাদনগর সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন।
র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেল রানা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালের রহমান, ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান রনি, রহিমপুর হেজাজীয়া এতিমখানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, উম্মে সাকিনা এতিমখানার পরিচালক মাওলানা আবু ইউসুফ, কাজিয়াতল অছিউদ্দিন দারুল কোরআন এতিমখানার পরিচালক হাফেজ ওমর ফারুক, মুরাদনগর এতিমখানার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, রহিমপুর এতিমখানার শিক্ষা সচিব মুফতী বেলায়েত হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুরাদনগর হিলফুল ফুজুল এতিমখানার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান।