ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মহা তাবু জলসা ও ওয়ান ডে ক্যাম্পে অনুষ্ঠিত
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা এরশাদ ডিগ্রি কলেজ গেইট এলাকায় পাবলিক স্কুলের আয়োজনে মহা তাবু জলসা ও ওয়ান ডে ক্যাম্পে ওই স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে ওয়ান ডে ও মহা তাবু জলসা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ডি এল এম গ্রুপের চেয়ারম্যান ও ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ।
সভাপতিত্ব করেন বুড়িচং ইসলাম কমপ্লেক্সের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মফিজুল ইসলাম এবং পরিচালনা করেন কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক এ বি এম ওবায়দুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের, স্বদেশ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ঢাকা ও চট্টগ্রাম ডিভিশনের এ এম ডি মোঃ তানভীর হোসেন পাভেল, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ঢাকা ম্যানেজার মোঃ রুহুল আমিন, বুড়িচং উপজেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আক্তার হোসেন আকাশ, কুমিল্লা স্ট্যান্ডর্ড ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির যুগ্ম দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ সোহাগ হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীমুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোহেল আহাম্মাদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন স্কাউটস লিডার সহকারী প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, বিশিষ্ট সংগঠক মোঃ সামসুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি ২এর পরিচালক মোঃ জামাল হোসেন মাষ্টার। এসময় পাবলিক স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকা ডিএল এম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র ও পুরস্কার বিতরণ করেন।