দেবিদ্বারে পূর্ব শত্রুতার জেরে ৫ শ’ গাছ কর্তন
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM
শাহীন
আলম, দেবিদ্বার: কুমিল্লার দেবিদ্বার পূর্ব শত্রুতার জেরে ৫০০ গাছ কর্তনের
অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করেন ভুক্তভোগী মো. জজমিয়া। উপজেলার ধামতী উত্তর পাড়ায় শুক্রবার বিকালে এ
ঘটনা ঘটে। ভুক্তভোগী জজমিয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, পূর্ব থেকে
জায়গা-জমির বিরোধে প্রতিবেশি আব্দুল হক ও ছেলে মো. মঞ্জুরুল হক মিলে তার
বাঁশঝাড়ের আনুমানিক ৫০০ বাঁশগাছ ও দুটি বড় তালগাছসহ বিভিন্ন গাছ কেটে ফেলে।
বাধা দিতে গেলে হত্যার হুমকি দেয় মো. মঞ্জুরুল হক। তিনি আরও বলেন, জায়গা
জমির বিরোধ নিষ্পত্তির জন্য কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে।
এছাড়াও স্থানীয়ভাবে কয়েক দফায় বিচার শালিসের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া
হয়েছিলো মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কোন পক্ষই গাছ বা পুকুরের মাছ
ধরা যাবে না, আমরা ওই সিদ্ধান্ত মেনে নিলেও তারা না মেলে পুকুর পাড়ের
বিভিন্ন প্রজাতির ছোট বড় আনুমানিক ৫০০ গাছ কর্তন করে। দেবিদ্বার থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে অভিযুক্তের বাড়িতে গিয়ে খোঁজ
নিলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে কেউ
নম্বর দিতে রাজী হননি। এ ব্যাপারে অন্য অভিযুক্ত মোসা: ফজিলত বলেন, তারাও
বিচার শালিস ও আদালতের মামলা নিষ্পত্তি হওয়ার আগে গাছ কেটেছে। কয়েক দফায়
গাছ কেটে বিক্রিও করেছে। এ জন্য আমরা কেটেছি।
দেবিদ্বার থানার অফিসার
ইনচার্জ ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, গাছ কাটার ব্যাপারে একটি লিখিত
অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।