ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ওয়ালটনের স্বাস্থ্য জনসচেতনতায় মাস্ক বিতরণ ও র‌্যালি
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM, Update: 03.01.2021 12:21:34 AM
কুমিল্লায় ওয়ালটনের স্বাস্থ্য জনসচেতনতায় মাস্ক বিতরণ ও র‌্যালিস্টাফ রিপোটারঃ "ল অর্জনের ২০২১" ডিজিটাল ক্যাম্পেইন সিজন -৯ এর ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ও অসংখ্য পুরস্কার সহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ ও স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক জরুরী এই প্রতিপাদ্য আলোকে কুমিল্লায় জনসচেতনতা মুলক র‌্যালীর আয়োজন করা হয়। শনিবার ২ জানুয়ারী ওয়ালটন প্লাজা রাজগঞ্জ, চকবাজার,পদুয়ার বাজার ও বুড়িচং শাখার প থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলে নগরীর কান্দিরপাড় টাউন হল থেকে মাস্ক বিতরন কর্মসূচি ও একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদনি করে চকবাজারে গিয়ে শেষ হয়। মাস্ক বিতরন কর্মসূচি ও র‌্যালীর উদ্ধোধন করেন বিশিষ্ট শিাবিদ কুমিল্লা শিা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ।
এসময় বাংলাদেশ কলেজ শিক সমিতি কুমিল্লা আর্দশ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্য মোহাম্মদ শামীম হায়দার, কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) আরিফুর রহমান, ওয়ালটন কুমিল্লা জোন এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন, কুমিল্লা জোন ক্রেডিট মনিটর তারিকুল ইসলাম, ওয়ালটন প্লাজা চকবাজার শাখার ম্যানেজার নজরুল ইসলাম, রাজগঞ্জ প্লাজার ম্যানেজার আরিফুল হক, বুড়িচং প্লাজার ম্যানেজার আব্দুল আলীম, পদুয়ার বাজার শাখা ম্যানেজার শাহিনুর আলম, কুমিল্লা শিা বোর্ড মডেল কলেজের প্রভাষক এম এইচ মনির, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অন নিউজের র্বাতা সম্পাদক জহিরুল হক বাবুসহ ওয়ালটন প্লাজার ডিলার, শুভাকাংখী উপস্থিত ছিলেন