কুমিল্লায় সিএনজি বোঝাই গাঁজাসহ আটক ২
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদকঃ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল ফাঁড়ির একদল পুলিশ
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা ভর্তি
গাঁজাসহ মোঃ জহিরুল ইসলাম (৩০) ও আকাশ (২৪) নামের দু’জনকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, জেলার কোতয়ালী মডেল ধানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির
একটি ল শনিবার বিকেল আনুমানিক ৪ টায় এসআই শরীফুর রহমান ও এএসআই আরমানের
নেতৃত্বে গোপন সংবারে ভিত্তিতে আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় অভিযান
চালায়। এসময় ভারত সীমান্ত থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা থেকে সাড়ে ৯ কেজি
গাঁজা উদ্ধারসহ সদর উপজেলার ছাওয়ালপুর ক্ষিণপাড়া ভান্ডারী বাড়ির ুলাল
মিয়ার পুত্র মোঃ জহিরুল ইসলাম (৩০) ও জালুয়াপাড়া (পূর্বপাড়া)’র আবু তাহেরের
পুত্র মোঃ আকাশ (২৪) নামের ু’জনকে আটক করে। এব্যাপারে মাক আইনে মামলা
দায়েরের প্রস্তুতি চলছে।