ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইবি শিক্ষককে খুন করার হুমকি শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ, অভিযুক্তকে বাচাঁতে মরিয়া
Published : Sunday, 3 January, 2021 at 11:52 AM
ইবি শিক্ষককে খুন করার হুমকি শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ, অভিযুক্তকে বাচাঁতে মরিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর কতৃক শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল (১ জানুয়ারী) বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সামাজিক মাধ্যমে (ফেসবুক) এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা একজন সহকারী প্রক্টরের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তারা সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামানের শাস্তি দাবি  করেন।

গতকালের সংবাদটি ফেসবুকের একটি পেজ থেকে শেয়ার করা হলে সেখানে ইমাম জুয়েল নামক এক শিক্ষার্থী লেখেন, ‘এমন আচরণকারীদের সত্যিই কি শিক্ষক বলা উচিৎ? এদেরকে শিক্ষকতার মতো মহান পেশায় বহাল রাখা কি উচিৎ? নৈতিকতাহীন জাতি বছরের পর বছর আমরা কেনো পাচ্ছি? এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে। দোষীর শাস্তি কামনা করছি। ব্যক্তিগতভাবে মনে করি, অনৈতিক মানুষদের শিক্ষকতার মতো মহান পেশা হতে অব্যহতি দেয়া উচিৎ।’

দেলায়ার হোসাইন নামাক এক শিক্ষার্থী লেখেন, ‘এমন পৈশাচিক শিক্ষক প্রক্টরের দায়িত্ব পায় কিভাবে? বানরের হাতে লাঠি (প্রক্টরের দায়িত্ব) পড়লে যা হয়, এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়না।’ এছাড়াও আরো অনেক শিক্ষার্থী সহকারী প্রক্টর নাসিমুজ্জামানের বহিষ্কারের দাবিও জানান।

তবে এ ঘটনাটি ধামাচাপা দিয়ে অভিযুক্তকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়ির শিক্ষক ও কর্মকর্তা। সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকে বাঁচাতে এ শিক্ষক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় মধ্যরাত পর্যন্ত দফায়-দফায় মিটিং করেন। মিটিংয়ে তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন অপকৌশল করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে উপাচার্যের নিদের্শে বিষয়টি মীংমাংসা করে সহবস্থান করার জন্যে উভয়ের সাথেই কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তাদের সাথে আলোচনা শেষে প্রক্টর বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশনা অনুযায়ী আমি উভয়ের সাথেই কথা বলছি। এ ধরণের ঘটনা যেনো পরবর্ততীতে আর না ঘটে সেজন্য আমরা উভয়ের মাঝে সহবস্থানের জন্য সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শীতকালীন ছুটি থাকার কারণে উপাচার্য স্যার ক্যাম্পাসের বাইরে, তাই এখনি কোনো সমাধান দেয়া যাচ্ছেনা।’

প্রাণনাশের হুমকিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষক। শনিবার (২জানুয়ারী) দুপুরের দিকে ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।

লিখিত অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি শুনেছি উনি (আলতাফ হোসেন) রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। উপাচার্য স্যারকে বিষয়টি জানিয়েছি। আগামী ৪জানুয়ারী উপাচার্য স্যার ক্যাম্পাসে এসে বিষয়টি নিয়ে বসবেন বলে আমাকে জানিয়েছেন।’  

জানা যায়, শুক্রবার (১ জানুয়ারী) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মেঘনা ভবনের সামনে পূর্ব শত্রুতার জেড়ে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এসময় তিনি শিক্ষক আলতাফ হোসেনকে শুয়োরের বাচ্চা, হারামির বাচ্চা, চোরের বাচ্চা, শয়তানের বাচ্চা বলে গালাগালি দেন।

এছাড়াও তিনি আলতাফ হোসেনকে 'তোকে আজ খুন করবো, তোর কোন বাবা আছে ডাক' বলে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান আলতাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে লাঠি নিয়ে তেড়ে আসেন। বিষয়টি নিয়ে ওইদিন বিকেলে শিক্ষক আলতাফ হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরী করেন।