Published : Monday, 4 January, 2021 at 12:00 AM, Update: 04.01.2021 12:33:47 AM
আবুল কালাম আজাদ: মনোহরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে শনিবার উপজেলা মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা ও সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালা করেন সহকারী সমাজসেবা অফিসার তাজুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন বাইশগাঁ ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন সমাজসেবা কর্মী কামাল হোসেন, তোফাজ্জল হোসেন,রেহানা আক্তার প্রমুখ।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে।
আলোচনা সভায় বক্তারা বলেন,জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে বহুমুখী সেবা ও সহযোগিতামূলক কায্যক্রম হাতে নিয়েছে এবং ক্রমান্বয়ে বাস্তবায়ন শুরু হয়েছে। বক্তারা আরো বলেন,স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় উপজেলাটিতে বয়স্ক, বিধবাসহ কয়েকটি ভাতা শতভাগ করা হয়েছে।বর্তমানে কোন ধরনের বিনিময় ছাড়াই আমাদের অফিস থেকে সকল ধরনের সেবা প্রদান করা হচ্ছে।পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অন্ধ ব্যাক্তিকে সাদা ছড়ি এবং ৯জন অস্বচ্ছল ব্যাক্তিকে ৫হাজার টাকা করে প্রদান করা হয়।