ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবী শেঠি বললেন, সৌরভের সমস্যা গুরুতর নয়
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM
স্বস্তিদায়ক খবরই পেলেন সৌরভ গাঙ্গুলী। সব কিছু ঠিক থাকলে তিনি হাসপাতাল ছাড়তে পারেন বুধবারই। এমন তথ্য জানিয়েছে, হাসপাতাল কর্তৃপ।
বুকে ব্যথা নিয়ে গত ২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক। ব্লক ধরা পড়ায় ডান ধমনীতে এরই মধ্যে স্টেন্ট বসানো হয়েছে। এর পর থেকে ভালোই আছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) প্রধান। হাসপাতাল ছেড়ে গেলে আপাতত মৌখিকভাবেই ওষুধ গ্রহণ করবেন। একই সঙ্গে চিকিৎসকদের পর্যবেণে থাকবেন ঘরোয়া পরিবেশে।
মঙ্গলবার সৌরভের সঙ্গে দেখা করেছেন উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। কথা বলেছেন সৌরভের মেডিক্যাল টিমের সঙ্গেও। জানা গেছে, কাল ছাড়া পেলেও দু’সপ্তাহ পর মেডিক্যাল টিমের সদস্যরা আবার আলোচনায় বসবেন তাকে নিয়ে। তখনই ঠিক করা হবে সৌরভের বাকি দুটি ব্লক সারাতে স্টেন্ট বসানো হবে কিনা। তার পর সিদ্ধান্ত হবে অ্যাঞ্জিওপ্লাস্টির।
হাসপাতালের প্রধান নির্বাহী ডা. রুপালি বসু জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলী ভালো আছেন। ঠিক মতো ঘুমুচ্ছেন। ডা. দেবী শেঠির সঙ্গেও কথা বলেছেন। এর পর দেবী শেঠি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।’
ডা. বসু আরও বলেছেন, গাঙ্গুলীর আর কোনও দৈহিক জটিলতা নেই। তবে তার পারিবারিকভাবে হৃদরোগ সমস্যার ইতিহাস আছে।  
সৌরভের সঙ্গে দেখা করার পর আশাপ্রদ কথাই শুনিয়েছেন খ্যাতনামা চিকিৎসক দেবী শেঠি, ‘সৌরভের বড় ধরনের কোনও সমস্যা নেই। তবে এটা এমন একটা জটিলতা, যা সব ভারতীয়ই কোনও না কোনও সময় ভুগে থাকে। আর সেটা হলো হৃদযন্ত্রে ব্লক ধরা পড়া। ওর হৃদপিন্ড এখনও শক্তিশালী। ঠিক যেমনটা ওর (সৌরভ) ২০ বছর বয়সে ছিল। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, ওর বড় ধরনের কোনও হৃদযন্ত্র ঘটিত সমস্যা হয়নি।’