বার্সেলোনায় করোনার থাবা, স্থগিত অনুশীলন
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM
বুধবার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপে কঠিন পরীক্ষা। ম্যাচটি আবার বার্সেলোনাকে খেলতে যেতে হবে সান মামেসে। এই ম্যাচের আগে করোনাভাইরাস থাবা বসিয়েছে কাতালান কাবটিতে। বার্সেলোনার কোচিং স্টাফের দুজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। অবশ্য আক্রান্তদের নাম প্রকাশ করেনি কাতালানরা। কাবে করোনার ধাক্কায় লিওনেল মেসিদের মঙ্গলবারের অনুশীলন বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে কোচ রোনাল্ড কোম্যানের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন।
বার্সেলোনা জানিয়েছে, বিলবাও ম্যাচের আগে সোমবার পুরো দলের পিসিআর পরীা করা হয়। সেখানেই কোম্যানের কোচিং স্টাফের দুজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মঙ্গলবার আবারও সবার পরীা করা হবে। লা লিগার প্রটোকল মেনে আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
লা লিগার আগের ম্যাচে হুয়েস্কার বিপে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে বার্সাকে। সুযোগের পর সুযোগ তৈরি করেও ম্যাচটি জিতেছে মাত্র ১-০ গোলে। এবারের মৌসুমে কাতালানের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অ্যাকাটিং থার্ডের দুর্বলতা। তাই বিলবাওয়ের বিপে লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জায়গা আছে তাদের। কিন্তু করোনা থাবা বসানোয় মঙ্গলবারের অনুশীলনই বাতিল করতে হয়েছে।
আগামীকাল (বুধবার) তাদের অনুশীলন করার কথা। তবে সেটি নির্ভর করছে নতুন পিসিআর পরীার ফলের ওপর। নতুন পরীার ফল কী আসে, সেটিই এখন দেখার।