ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সড়ক দখলমুক্ত করতে স্থাপনা উচ্ছেদ
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM
মাসুদ আলম।। কুমিল্লা নগরীর ব্যস্ততম জায়গা টমছম ব্রিজে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিবছরই কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন মিলে টমছম ব্রিজে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছেন। উচ্ছেদের মাস খানিক পর আবারও দখলদাররা ফুটপাত ও সড়ক দখল করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেন। প্রশাসনের এই অভিযান যেন রীতিমত প্রতিবছরের রুটিন হয়ে দাঁড়িয়েছে অতীতের ইতিহাস বলছে।
যানজটে নাকাল শহর কুমিল্লায় একটু স্বস্তি ফিরাতে প্রশাসন কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলো অভিযান চালিয়ে ফুটপাত ও দখলমুক্ত করছেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর টমছম ব্রিজ এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট।
এ সময় ফুটপাতের ওপর নির্মিত ৩টি বিরানির দোকান, ৭টি ফলের দোকানসহ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, কুমিল্লা নগরীতে যানজট কমাতে সকল সড়কে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গত প্রায় এক মাস ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবারও জেলা প্রশাসক মো.আবুল ফজল মীরের নির্দেশনায় এবং সিটি কর্পোরেশনের কারিগরি সহায়তায় নগরীর ব্যস্ততম টমছম ব্রিজ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ ও আনসারের সদস্যরা সহায়তা করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে।