চলতি বছরের
ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
টুর্নামেন্টটি
মূলত বাংলাদেশে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে
তা আয়োজন সম্ভব হচ্ছে না। আসরটি তাই পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিসেম্বরে।
সাংবাদিকদের
বিসিবির নারী উইঙ্গের চেয়ারম্যান নাদেল চৌধুরী বলেন, 'করোনার কারণে আসরটি
আমাদের দ্রুত আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা আসরটি ডিসেম্বরের শেষ
নাগাদ আয়োজন করবো।'
অনূর্ধ্ব-১৯ এই নারী বিশ্বকাপ সামনে রেখে বিসিবি
প্রতিভা খোঁজার কর্মসূচি চালু করবে বলেও জানানো হয়েছে। এর আগে গত বছরের
ফেব্রুয়ারিতে কক্সবাজারে ২৫ নারী ক্রিকেটারকে একটা ক্যাম্প করানো হয়েছিল।
আঞ্চলিক পর্যায়ে ভালো করা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় ওই ক্যাম্প।
নাদেল
জানান, তারা যেহেতু বয়সভিত্তিক নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবেন,
তাদের তাই ট্যালেন্ট হান্ট কর্মসূচি আরম্ভ করতে হবে। সেক্ষেত্রে
অনূর্ধ্ব-১৭ নারী ক্রিকেটারদের খোঁজ করা হবে। নারী গেম ডেভেলপমেন্ট কোচ ও
বিসিবির নারী উইঙ্গ সমন্বয় করে কাজটা করবে।