ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবাহনীর পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
দেশের শীর্ষস্থানীয় কাব আবাহনী লিমিটেডে হানা দিয়েছে করোনাভাইরাস। কাবটির পাঁচজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর মাত্র ৪ দিন আগে কাবটিতে এই দুঃসংবাদ এসেছে। আক্রান্ত ফুটবলারেরা হলেন রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় ও আল আমিন হাসান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্দেশনা অনুযায়ী গত পরশু আবাহনীর খেলোয়াড়-স্টাফসহ ৪৫ জনের করোনা পরীা করানো হয়। এর মাঝে ৫ ফুটবলারসহ ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। বাকি দুজন হলেন কাবের সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমন। রিপোর্ট আসার পরপরই তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু গণমাধ্যমকে বলেন, 'আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলে কোভিড টেস্টের রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো। এ জন্যই সবার টেস্ট করানো হয়েছিল। আমরা রিপোর্ট হাতে পাওয়ার পরই ওদের অন্য ভবনে সরিয়ে রেখেছি। যদিও ওদের কারও মধ্যেই করোনার কোনো লণ নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবেই এমনটা করা হয়েছে।'