ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতীয় লিগে জয় দিয়ে অভিষেক রাঙালেন জামাল
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে খেলেছিল বাংলাদেশ। সেখানে জামাল ভূঁইয়ার ফ্রি কিকে সাদউদ্দিন গোল পেয়েছিলেন। আবারও সেই মাঠে বাংলাদেশ অধিনায়ক খেললেন। তবে এবার নামলেন ভারতের ঘরোয়া ফুটবল আই-লিগে। কলকাতা মোহামেডানের জার্সিতে ভারতীয় লিগে অভিষেকটা জয় দিয়ে রাঙিয়েছেন জামাল।
আজ (শনিবার) কলকাতা মোহামেডান ১-০ গোলে হারিয়েছে সুদেভা এফসিকে। ম্যাচের ৫৭ মিনিটে মিডফিল্ডার ফয়সাল আলীর ল্যভেদে মোহামেডান শুভসূচনা করেছে।
ভারতের আই-লিগ শুরু হয়েছে শনিবার থেকে। কলকাতা মোহামেডানের হয়ে ৮৭ মিনিট মাঠে ছিলেন জামাল। প্রথম ম্যাচে খারাপ করেননি বাংলাদেশ অধিনায়ক। চেষ্টা করেছেন পুরোটা সময় দাপিয়ে বেড়ানোর। কোনও সময় প্রতিপরে আক্রমণ সামলাতে সাহায্য করেছেন, আবার কখনও দলের আক্রমণে সহযোগিতা করেছেন।
এছাড়া স্বভাবসুলভ সেটপিস থেকে প্রতিপকে চাপে রাখার চেষ্টা ছিল তার মধ্যে।
কলকাতা মোহামেডান প্রথম ম্যাচে তিন বিদেশি নিয়ে খেলেছে। এর মধ্যে জামাল ছিলেন অন্যতম। এছাড়া শেখ রাসেলে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ওদোয়িনও ছিলেন।
করোনা থেকে সুস্থ হয়ে ওঠে কলকাতা মোহামেডানের মাত্র কয়েকটি অনুশীলন সেশনে ছিলেন জামাল। সেটি পুঁজি করেই আই-লিগের প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দিয়ে ইতিবাচক যাত্রা হলো এই মিডফিল্ডারের। আগামী ১৪ জানুয়ারি লিগের দ্বিতীয় ম্যাচে জামালের কলকাতা মোহামেডান মুখোমুখি হবে শক্তিশালী চার্চিল ব্রাদার্সের।