ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন ২১ শে গ্রেনেড হামলায় আহত সেই খোকন
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন ২১ শে গ্রেনেড হামলায় আহত আনোয়ার হোসেন খোকন। দীর্ঘদিন রাজনীতির বাহিরে থাকা আনোয়ার হোসেন খোকন চেয়ারম্যন পদে প্রার্থী হওয়ায় স্থানীয় নেতা-কর্র্মীরা উচ্ছ্বাসিত। শুক্রবার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীর নিজস্ব কার্যালয়ে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগের নেতা কর্মীরা বলেন, দল একজন ত্যাগী নেতাকে মূল্যায়ন করেছে। আওয়ামীলীগের  দুর্দিনে  যারা পাশে ছিলেন দল তাদের মূল্যায়ন করে আনোয়ার হোসেন খোকন প্রমাণিত।
আমরা ঐক্যবদ্ধভাবে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আনোয়ার হোসেন খোকনকে বিজয়ী করব।  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, শাহাদাত হোসেন মিঠু, পৌর যুবলীগের  সভাপতি কামরুল খালেদ সুমন, সহ সভাপতি কাজী সুমন, সাধারণ সম্পাদক মো. ওয়াহেদ সরকার প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৪ সালের  ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। আনোয়ার হোসেন খোকন ওইদিন অল্পের জন্য বেঁচে যান। গত ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান।এরপর থেকে এ পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় নির্বাচন কমিশন।