জাতির দুর্যোগে অনন্য ভূমিকা রেখেছে ছাত্রলীগ--ইউসুফ হারুন এমপি
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এফবিসিসিআই’র
সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, করোনাকালে
ছাত্রলীগের ঝাঁপিয়ে পড়ার দৃশ্য আমার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। হ্যালো
ছাত্রলীগ গঠন করে করোনায় যারা সমস্যায় জড়িয়ে পড়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে
সমস্যা সমাধানের চেষ্টা করে মানবিকতার অনন্য ছিলেন ছাত্রলীগ। শুধু তাই নয়,
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের দাফন কাফনেও অগ্রনী ভূমিকা
পালন করেছে তারা। এমনকি করোনাকালে শ্রমিকের অভাবে পাকা ধান নিয়ে যে সমস্ত
কৃষক ভাইয়েরা বিপাকে পড়েছিলেন, আমার নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে কৃষকের
ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিষ্ঠিত এই ছাত্রলীগ জাতির দূর্যোগে অনন্য ভূমিকা রেখেছেন।
আলহাজ্ব
ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা
সদরের আল্লাহু চত্বর সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ছাত্রলীগের ত্রি-বার্ষিক
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন,
সহ-সভাপতি হানিফ সরকার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, কাজী আবুল
খায়ের চেয়ারম্যান।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদের
সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক সোহেল
ভুইয়া, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মহসীন খন্দকার, যুবলীগ কেন্দ্রিয় কমিটির
সদস্য ইসমাঈল, সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভুইয়া, সাবেক জেলা সভাপতি মোস্তফা কামাল
চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, উপজেলা যুবলীগের যুগ্ম
আহবায়ক রুহুল আমিন প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সদস্য শরীফ খান্দনীর
উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল-রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের
উপদেষ্টা অশ্বীনি কুমার দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা,
দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিত
সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস ছামাদ
মাঝি, শাহজাহান সরকার ও একেএম সফিকুল ইসলাম প্রমুখ।