ভূমি কর্মকর্তা আয়শার ৩ বছরের জেল
Published : Tuesday, 12 January, 2021 at 12:00 AM
জমির খাজনা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ভূমি উপ-সহকারী কর্মকর্তা বেগম আয়শা আক্তারকে তিন বছরের কারাদ- দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে আসামি আয়শা আদালতে উপস্থিত ছিলেন।
একইসঙ্গে তাকে আত্মসাৎকৃত ৯৯ হাজার ৫৬ টাকা জরিমানা হিসেবে ফেরত বা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) বিজন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি সর্বশেষ বাগেরহাটের তহসিল অফিসে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ সালে বাগেরহাট তহসিল অফিসে কর্মরত অবস্থায় আয়শা আক্তার আদায়কৃত জমির খাজনার ৯৯ হাজার ৫৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এই মামলার আরেক আসামি শেখ মনিরুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।