ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় প্রভাষক হারুনুর রশিদের মৃত্যুতে বাকশিসের শোকসভা ও দোয়া অনুষ্ঠান
Published : Tuesday, 12 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ সরকারি বঙ্গবন্ধু কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক কৃষিবিদ হারুনুর রশিদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ব্রাহ্মণপাড়া শাখা। গতকাল সোমবার (১১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সম্মেলন কক্ষে বাকশিসের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিসের সভাপতি ও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। বক্তব্য রাখেন বাকশিসের সাধারণ সম্পাদক ও শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ আবদুল মজিদ দেওয়ান কলেজের অধ্যক্ষ সেতারা ইয়াসমিন। পরিচালনা করেন আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোনালিসা সুলতানা, মানস কুমার রায়, মোঃ জাহাঙ্গীর আলম, অলক কুমার দাশ, জাকির হোসেন, কবির হোসেন, প্রভাষক মোহাম্মদ আমিনুল হক মুন্না, মজিদুর রহমান, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, মারজিয়া সুলতানা, সুমন মিয়া, নাঈম হোসেন, সোহেল আলম, পদর্শক এ কে এম নাজমুল হক, কামাল হোসেন এবং মরহুম প্রভাষক হারুনুর রশিদের ছোট ভাই মাছুম আহমেদ প্রমুখ।


আমান উল্লাহ আমান আ’লীগের উপ-কমিটির সদস্য নির্বাচিত
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
বাংলাদেশ আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় রাধানগরের আমান উল্লাহ আমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সম্প্রতি এই উপ-কমিটি অনুমোদন দিয়েছেন। কৃষিবিদ ড. মির্জা জলিলকে এই কমিটির চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়েছে। আমান উল্লাহ আমান এই উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার মেঘনা-হেমানা, দাউদকান্দি ও তিতাস উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমান উল্লাহ আমান বাংলাদেশ ছাত্রলীগ এর তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি এবং এরপর কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের হিসাব বিজ্ঞান বিভাগের আহ্বায়ক নির্বাচিত হয়ে তিনি একই বিশ^বিদ্যালয়ের উপ-প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সদস্য পদ লাভ করে পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪ ও ২০১৮ নির্বাচন এ আমান উল্লাহ আমান গত ২ বার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।